SIR-র সীমাহীন কাজের চাপ, স্কুলের মধ্যেই আত্মঘাতী আরও এক BLO

January 11, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৪: SIR-কে কেন্দ্র করে বঙ্গে ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল! আতঙ্কে মারা যাচ্ছেন আম ভোটার আর বুথস্তরের অধিকারিকেরা মারা যাচ্ছে কাজের চাপে। এবার SIR-র অসহ্য কাজের চাপে স্কুলের মধ্যেই আত্মঘাতী হলেন আরও এক BLO। মৃতের নাম ব্যক্তির নাম হামিমুল ইসলাম। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত পাইকমারি চর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআরের অত্যাধিক কাজের চাপ সহ্য করতে না-পেরে শনিবার গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন হামিমুল। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত BLO-র দেহ। পরিবারের অভিযোগ, বছর ৪৭-র হামিমুলের উপর এসআইআরের কাজের জন্য অত্যাধিক চাপ দেওয়া হচ্ছিল। সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর গ্রামের এক বুথে বিএলও হিসেবে কর্তব্যরত ছিলেন হামিমুল। পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে স্কুলে গিয়েছিলেন হামিমুল ইসলাম। ক্লাস শেষ করে বিকেল ৩-৪ টে নাগাদ বাড়ি ফিরে আসতেন। কিন্তু শনিবার সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। গভীর রাতে পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের ভিতরে ওই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক। এই মৃত্যু নিয়ে একযোগে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। স্থানীয় বিধায়ক রিয়াত হোসেন সরকারের অভিযোগ, বিজেপির চাপে জাতীয় নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ করতে চাইছে। প্রত্যেক বিএলওর উপর অত্যাধিক কাজের চাপ রয়েছে। চাপ নেওয়ার ক্ষমতা সকলের নেই। বিধায়কের কথায়, “নির্বাচন কমিশন এবং বিজেপির জন্যই একের পর এক নিরীহ মানুষ এবং বিএলওদের প্রাণ অকালে চলে যাচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen