জাফরাবাদে বাবা-ছেলে খুনের ৫৬ দিনের মাথায় চার্জশিট পেশ SIT-র

ধৃতদের জেরা করে পাওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার আদালতে চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল

June 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Image Source – Indian Lawyers

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, রাত ৯টা: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনার ৫৬ দিনের মাথায় চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল। চার্জশিটে ১৩ জনকে অভিযুক্ত দেখানো হয়েছে। আজ, জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপর শুনানি শুরু হবে।

ধৃতদের জেরা করে পাওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার আদালতে চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল। খুন, এবং তারপর কোন উপায়ে পালিয়ে, কোথায়, কীভাবে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্তরা, তাদের কোথা থেকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে সবই চার্জশিটে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারী অফিসার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তির সময় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ওই সময় ১২ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে। বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য। ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে তদন্ত চলে। খুনে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার জঙ্গিপুর আদালতে চার্জশিট পেশ করল পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen