মাদককাণ্ডে যুক্ত নন শাহরুখ পুত্র, ক্লিনচিট দিল সিট

দলের তরফে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

March 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

 মাদককাণ্ডে যুক্ত নন শাহরুখপুত্র আরিয়ান খান। বুধবার এমনটাই জানাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র একটি তদন্তকারী দল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

দলের তরফে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। সিটের তদন্তে এও উঠে এসেছে, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। তাই তাঁর ফোন বাজেয়াপ্ত করার কোনও প্রশ্ন উঠছে না। তাঁর চ্যাটও খতিয়ে দেখার কোনও কারণ নেই। পাশাপাশি বলা হয়, এনসিবি’র তরফে যে অভিযান চালানো হয়েছিল তারও কোনও ভিডিও রেকর্ডিং নেই। যদিও চূড়ান্ত চার্জশিট পেশ করার আগে তদন্তকারী দল আরও একবার গোটা বিষয়টি তদন্ত করবে। পুরো বিষয়টি সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen