প্রতিশ্রুতি পূরণ – শীতলকুচির মৃতের পরিবার পেল নিয়োগপত্র

এদিন চাকরির নিয়োগপত্র পেয়ে সকলেই খুশি। কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান ও জেলা পুলিস সুপার কে কান্নান তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

May 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) গুলিতে নিহত পাঁচ জনের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হল। বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ওই কাগজপত্র তুলে দেওয়া হয়। শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত মণিরুজ্জামানের স্ত্রী রাহিলা খাতুন, নুর আলম মিঁয়ার দিদি জোমেনা খাতুন, হামিদুর মিঁয়ার স্ত্রী আসিমা খাতুন, সামিয়ুল মিঁয়ার ছোট ভাই সাহিদুল ইসলামের হাতে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে শীতলকুচির পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত আনন্দ বর্মনের দাদা গোবিন্দ বর্মনের হাতেও ওই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আনন্দর পরিবার প্রথমে সরকারি সাহায্য নিতে চাইছিল না। পরবর্তীতে মত পরিবর্তন করেন মৃত আনন্দ’র বাবা -মা। এদিন চাকরির নিয়োগপত্র পেয়ে সকলেই খুশি। কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান ও জেলা পুলিস সুপার কে কান্নান তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen