টালমাটাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে।

July 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। গণবিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়া গোতাবায়া রাজাপক্ষে। অস্থায়ী ভাবে প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন রনিল বিক্রমসিঙ্ঘে। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগের দিনই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি পর্যালোচনা করতে এবং এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে এই বৈঠক হবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েক দিন আগেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ‘‘আমরা বরাবর শ্রীলঙ্কার পাশে। আমরা তাঁদের সাহায্যের চেষ্টা করছি। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের দেখতে হবে, ওঁরা কী করেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen