গোয়ায় স্মৃতি ইরানির পারিবারিক রেস্তরাঁর বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু

July 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তর গোয়ার আসাগঁওয়ে অবস্থিত এই রেস্তরাঁর মালিকানা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোইশ ইরানির নামে। বৃহস্পতিবার ইরানি-কন্যার ‘সিলি সোলস কাফে অ্যান্ড বার’-এর বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু করেছেন গোয়ার আবগারি কমিশনার নারায়ণ এম গাদ। অইরেস রড্রিগেজ নামে এক আইনজীবীর অভিযোগ, ভুয়ো ও জাল নথির মাধ্যমে লিকার লাইসেন্স হাতিয়েছে ইরানি পরিবারের রেস্তরাঁ। তার অভিযোগের ভিত্তিতেই এই শোকজ নোটিস। যদিও কেন্দ্রীয় মন্ত্রী বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

শোকজ নোটিসে বলা হয়েছে, গত বছর ১৭ মে মারা যান লাইসেন্স হোল্ডার অ্যান্টনি ডি’গামা। তা সত্ত্বেও গত মাসে তাঁর নামেই লাইসেন্স পুনর্নবিকরণ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen