মকর সংক্রান্তির আগে পাহাড়ে কুয়াশা, বৃষ্টি মাখা আবহাওয়া চুটিয়ে উপভোগ করলেন পর্যটকরা

মঙ্গলবার মকরসংক্রান্তির সকাল থেকে কুয়াশার দাপট বৃদ্ধির পাশাপাশি, পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

January 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মকরসংক্রান্তির আগে রোদ ও বৃষ্টির লুকোচুরি খেলা। সঙ্গে শিলাবৃষ্টি। সোমবার পাহাড়ে এমন আবহাওয়া উপভোগ করলেন পর্যটকরা। এদিকে, উত্তরবঙ্গের সমতলভাগে দিনভর সূর্যের দাপট থাকলেও সন্ধ্যার পর ঠান্ডার কামড় বেড়েছে। সঙ্গে ছিল তীব্র হাওয়া। আজ, মঙ্গলবার মকরসংক্রান্তির সকাল থেকে কুয়াশার দাপট বৃদ্ধির পাশাপাশি, পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমীঝঞ্ঝার জেরে এদিন দার্জিলিং পাহাড়ের সন্দাকফু, টাইগারহিল, দার্জিলিং টাউনে কখনও বৃষ্টি, আবার কখনও শিলাবৃষ্টি হয়েছে। দফায় দফায় সূর্যেরও ঝলক দেখা গিয়েছে। পাহাড়ের এমন আবহাওয়া চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দার্জিলিং সেন্ট জোসেফ কলেজে ও রাজভবন চত্বরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, যথাক্রমে ৪.৮ এবং ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, পশ্চিমীঝঞ্ঝার জেরে এখন পাহাড়ের উঁচু উপত্যাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দার্জিলিং সেন্ট জোসেফ কলেজে ও রাজভবন চত্বরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, যথাক্রমে ৪.৮ এবং ১.৪ ডিগ্রি সেলসিয়াস। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, পশ্চিমীঝঞ্ঝার জেরে এখন পাহাড়ের উঁচু উপত্যাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen