সাড়ে ১৮ কোটিতে সাজছে সবুজদ্বীপ সহ একাধিক পর্যটন কেন্দ্র

এছাড়াও জেলা পরিষদ পরিচালিত চারটি পর্যটন কেন্দ্র, নিউ দীঘা, সোয়াখাল, গড় মান্দারণ ও রামমোহন পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে।

November 16, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বলাগড়ের সবুজদ্বীপ (Sabuj Deep) সহ জেলার একাধিক পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তুলতে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করল হুগলি জেলা পরিষদ। এর মধ্যে সবুজদ্বীপের পরিকাঠামো উন্নয়নের জন্যই প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জেলার চারটি পর্যটন কেন্দ্র, অ্যাম্ফিথিয়েটার, মুক্তমঞ্চ সহ একাধিক প্রকল্পের জন্য আরও প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গড় মান্দারন সহ একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকবান্ধব পরিবেশ গড়তে জেলা পরিষদ বিশেষ উদ্যোগ নিয়েছে। পরিষদ সূত্রে জানা গিয়েছে, উন্নয়ন প্রকল্পের নীল নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। দ্রুত টেন্ডার করে কাজ শুরু করা হবে। জেলা পরিষদ কর্তাদের দাবি, নতুন বছরকে হিসেবে রেখে পর্যটন কেন্দ্রগুলির কাজ আগে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বললেন, ১৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সবুজদ্বীপ সহ জেলার পর্যটন কেন্দ্রগুলিকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। আর সবুজদ্বীপকে আমরা আর্ন্তজাতিক মানের একটি পর্যটন কেন্দ্র করে তুলতে চাইছি। সেভাবেই এবারের পরিকল্পনা ও অর্থবরাদ্দ করা হয়েছে। এছাড়াও সংস্কৃতি চর্চার জন্য আম্ফিথিয়েটার ও মুক্তমঞ্চও গড়া হচ্ছে। সার্বিক পরিকাঠামো উন্নয়নের মধ্যে আমরা কিছু রাস্তার কাজও রেখেছি। হুগলির জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, নতুন বছরে দর্শক টানার পরিকল্পনাকে সামনে রেখে কিছু কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান অর্থবর্ষে হুগলি জেলা (Hoogly) পরিষদ পর্যটনকে পাখির চোখ করেই বাজেট ঘোষণা করেছিল। সেই সময়েই পরিষ্কার করে দেওয়া হয়েছিল, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও পছন্দকে মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করা হবে। কিন্তু করোনা পর্বে পরিকল্পনা রূপায়ণ করতে অনেকটাই দেরি হয়ে যায়। এবার সেই পরিকল্পনাই কার্যকর করতে উদ্যোগ নিচ্ছেন কর্তারা।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বলাগড়ের সবুজদ্বীপে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে কৃত্রিম জলপ্রপাত তৈরি করার জন্য। একটি বায়োডাইভার্সিটি পার্ক, অ্যাম্ফিথিয়েটার ও আলোকসজ্জার জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সহ কটেজ তৈরির জন্য প্রায় ৯০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তিনটি ওই ধরণের কটেজ তৈরি করা হবে।

এছাড়াও জেলা পরিষদ পরিচালিত চারটি পর্যটন কেন্দ্র, নিউ দীঘা, সোয়াখাল, গড় মান্দারণ ও রামমোহন পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে। ওই চারটির জন্য প্রায় ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি চণ্ডীতলার বাংলো আধুনিকীকরণ ও চণ্ডীতলায় একটি মুক্তমঞ্চ তৈরি করছে জেলা পরিষদ। ওই সব নতুন পরিকাঠামো সংযোগকারী রাস্তার জন্য প্রায় দু’কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen