এনারা যে ডাক্তার তা আগে জানতেন?

কিন্তু এমন অনেকেও আছেন যারা নিজেরা ডাক্তার হয়েও, পরবর্তীতে বেছে নিয়েছেন অন্য পেশা।

July 1, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

ডাক্তারদের বলা হয় ভগবানের আরেক রূপ। ডাক্তারি পেশা হিসেবেও বেশ লোভনীয়। ডাক্তারিতে চান্স পাওয়ার জন্যে মুখিয়ে থাকে সবাই। কিন্তু এমন অনেকেও আছেন যারা নিজেরা ডাক্তার হয়েও, পরবর্তীতে বেছে নিয়েছেন অন্য পেশা।

চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু ডাক্তারদের তালিকা, যারা অন্য পেশাকেই বেছে নিয়েছেন 

শুভেন্দু চট্টোপাধ্যায়

এক সময় বাঙালি মেয়েদের হৃদয় কাঁপানো এই সুদর্শন অভিনেতা শিক্ষাগতভাবে ডাক্তার সেটা অনেকেরই বোধ হয় জানা নেই।

সূর্য কান্ত মিশ্র

এই কমিউনিস্ট নেতাকে আমরা অনেকেই চিনি। কিন্তু এটা কি জানা ছিল, তিনি যে আদতে ডাক্তার!

কমলেশ্বর মুখোপাধ্যায়

চাঁদের পাহাড়কে যিনি বাঙালির চোখের সামনে সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন তিনি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ডাক্তারির ডিগ্রী থাকা সত্ত্বেও তিনি সিনেমাকেই ধ্যান জ্ঞান করেছেন।

পলাশ সেন

এই গায়ক-অভিনেতা একসময় যেমন হিন্দি মিউজিক ভিডিওর শোভা বাড়িয়েছেন, তেমনি আজও তাঁর গান দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছেন। ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি এই গ্ল্যামার জগতকেই আপন করে নিয়েছেন।

সম্বিত পাত্র

ওড়িষার এই প্রাক্তন বিধায়ক এবং বিজেপির জাতীয় মুখপাত্র শিক্ষাগতভাবে আসলে ডাক্তার। কিন্তু ডাক্তারি ছেড়ে তিনি রাজনীতির পথই বেছে নিয়েছেন।

তসলিমা নাসরিন

এই বিতর্কিত লেখিকা আসলে ডাক্তার। কিন্তু সাহিত্যেই তিনি নিজেকে খুঁজে পান এবং ডাক্তারি তাঁর জীবনে কখনোই করা হয়ে ওঠেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen