হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, কেমন আছেন কংগ্রেস নেত্রী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ফের অসুস্থ কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যায় প্রবীণ কংগ্রেস নেত্রীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, হৃদরোগ বিশেষজ্ঞের নজরদারিতে আছেন প্রবীণ রাজনীতিক। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কারণে সোমবার সন্ধ্যায় ৭৯ বছরের সোনিয়া গান্ধীকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। কংগ্রেস তরফে অনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। গান্ধী পরিবারও কিছু জানায়নি। হাসপাতাল সূত্রে খবর, আচমকা কাসির সমস্যা বেড়ে যাওয়ার কারণে রুটিন চেকআপের জন্য আসেন তিনি। দিল্লি দূষণের জেরে তাঁর নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।
দীর্ঘদিন ধরেই অসুস্থ সোনিয়া। বিভিন্ন সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এর আগে দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন কংগ্রেস নেত্রী। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দলীয় রাজনীতিতে তাঁর সম্পৃক্ততা কমলেও, অসুস্থতার মধ্যেও পরিষদীয় রাজনীতিতে সক্রিয় সোনিয়া।