প্রধানমন্ত্রী নীরব কেন, প্রশ্ন সোনিয়ার

রবিবার তৃণমূলনেত্রীর পাশে দাঁড়িয়েছে এআইসিসি। সাংবাদিকদের সামনে সোনিয়া গান্ধীর বক্তব্য তুলে ধরেন দলের মুখপাত্র অজয় মাকেন।

January 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বিতর্কে এবার মমতার পাশে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কেন নীরব, ঘনিষ্ঠ মহলে সেই প্রশ্নও তিনি তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করায় রাজনৈতিক মতবিরোধকে দূরে সরিয়ে শনিবারই  বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। একইভাবে রবিবার তৃণমূলনেত্রীর পাশে দাঁড়িয়েছে এআইসিসি। সাংবাদিকদের সামনে সোনিয়া গান্ধীর বক্তব্য তুলে ধরেন দলের মুখপাত্র অজয় মাকেন। তিনি বলেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান কোনও বিষয় নয়। কিন্তু ওই স্লোগানকে আশ্রয় করে দর্শকদের একাংশ যেভাবে মমতাকে হেয় করেছে, তা মোটেই বাঞ্ছনীয় নয়। প্রধানমন্ত্রীর এ ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত ছিল।

এআইসিসির (AICC) মুখপাত্র আরও বলেন, অনুষ্ঠানের আয়োজক ছিল কেন্দ্র। মঞ্চে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই রাজ্যে, তাঁকে অনুষ্ঠানে ডেকে ওই অপমানের পুরো দায় নরেন্দ্র মোদির। কেন তাঁর অনুগামীদের উদ্দেশে একটি কথাও বললেন না মোদি? সরকারি অনুষ্ঠানকে যেভাবে রাজনৈতিক মঞ্চের রূপ দেওয়ার চেষ্টা হল, তা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে মমতাকে ছোট করার চেষ্টা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যের। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর যাতে অমর্যাদা না হয়, সেব্যাপারে প্রধানমন্ত্রীর সজাগ থাকা উচিত ছিল। অধীরবাবু এদিন আরও বলেন, চোখের সামনে সংসদীয় পদমর্যাদার একজন মহিলাকে অপমানের পরেও কেন নীরব ছিলেন নরেন্দ্র মোদি? বাঙালির এই অপমানের বদলা নেবে বাংলাই। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা জিতিন প্রসাদও বলেন, বাংলার ঐতিহ্য রক্ষায় কংগ্রেস (Congress) লড়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen