কৃষক আন্দোলন এবার রুপোলি পর্দায়! মুখ্য ভূমিকায় সোনু সুদ

জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ সোমবার টুইট করে এই নতুন ছবির কথা সকলকে জানিয়েছেন। পরে সোনুও সেটি রিটুইট করেন।

January 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া কৃষক আন্দোলন (Farmers’ protest) এবার ফুটে উঠবে রুপোলি পর্দাতেও। আর পরিচালক ই নিবাসের সেই নতুন ছবি ‘কিষান’-এর মুখ্য ভূমিকায় থাকবেন করোনা কালে ‘মসিহা’ হয়ে ওঠা বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood)। জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ সোমবার টুইট করে এই নতুন ছবির কথা সকলকে জানিয়েছেন। পরে সোনুও সেটি রিটুইট করেন।

ছবির প্রযোজক ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য। ছবিতে সোনু সুদ ছাড়া আর কারা আছেন, তা এখনও জানানো হয়নি। তবে তরণ আদর্শ তাঁর টুইটে জানিয়েছেন, বাকিদের নামও শিগগিরি জানানো হবে। দেখতে দেখতে প্রায় দেড় মাস হতে চলল নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে শুরু হওয়া কৃষক বিক্ষোভের। বারবার আলোচনার পরেও কাটেনি জট। দেশের এমন এক জ্বলন্ত সমস্যা নিয়ে বলিউডে ছবি তৈরির খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানিয়েছেন স্বয়ং বিগ বি। অমিতাভ তাঁর টুইটে শ্রীনিবাস ও সোনু দু’জনকেই অভিনন্দন জানান। পরে সেই টুইটে সাড়া দিয়ে সোনু লেখেন, ‘‘ধন্যবাদ স্যার।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen