আবার অসুস্থ সৌরভ, ভর্তি হাসপাতালে
উডল্যান্ডস হাসপাতালের তৎপরতায় বড় ঘটনা এড়ানো গিয়েছে।
January 27, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আবার অসুস্থ মহারাজ (Sourav Ganguly)। ওনাকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।
নতুন বছরের গোড়াতেই জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালের তৎপরতায় বড় ঘটনা এড়ানো গিয়েছে।
প্রসঙ্গত, গতবার সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। তারমধ্যে দুটি স্টেন্ট বসানো হয়েছে। একটি স্ট্রেন এখন বসানো হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারপরেই দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সৌরভকে দেখতে বিশেষ বিমানে কলকাতায় আসেন। তারপর মহারাজকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।