বড় পর্দায় আসতে চলেছে সৌরভের বায়োপিক, টুইট করে জানালেন মহারাজ স্বয়ং

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র একটা নাম না আবেগ

September 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র একটা নাম না আবেগ। গোটা দেশের কাছেই তিনি দৃষ্টান্ত। লর্ডসে জয়ের আনন্দে সৌরভের সেই জার্সি খুলে নাচ এখনও ভুলতে পারেনি দর্শক। তবে, সেসবই এবার দেখা যাবে বড় পর্দায়। ঠিকই ধরেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে খুব শীঘ্রই। ‘লাভ ফিল্মস’র সঙ্গে একটি চুক্তিতে সই করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই।

দ্রুতই বড় পর্দায় ফুটে উঠবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্প। এম এস ধোনি, কপিল দেবের পর এবার ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক সৌরভেরও বায়োপিক হচ্ছে। নিজের বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত মহারাজ। টুইট করে বায়োপিকের খবর নিশ্চিত করলেন স্বয়ং।

সৌরভ টুইটে লেখেন, ‘ক্রিকেট আমার জীবন, এখান থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। এই যাত্রাটা আনন্দ করার। লাভ ফিল্মস আমার জীবনযাত্রা নিয়ে বায়োপিক তৈরি করছে। বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।’

সৌরভের বাস্তব জীবনের গল্প আক্ষরিক অর্থেই সিনেমার মতো। কামব্যাকের রূপকথা হয়ে লেখা থাকবে তাঁর জীবন। এবার সেই গল্পই পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। গত মঙ্গলবার সেই সংস্থার সঙ্গে বায়োপিকের চুক্তি সই করেছেন প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি।

সৌরভের বায়োপিকের অপেক্ষায় তাঁর আসমুদ্র- হিমাচল ফ্যানেরা। বেহালা-র ছেলেটার স্বপ্নপূরণ, তার স্ট্র্যাগল, ডাকাবুকো অধিনায়ক, হার না মানা মনোভাব, গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ থেকে অন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়া, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসার গল্পই দেখা যাবে রুপোলি পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম কোনও বাঙালি যার জীবদ্দশায়, তাঁকে নিয়ে বায়োপিক হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen