আজ ইডেনে KKR-এর ম্যাচ দেখতে যাবেন? ফেরার সময় রইল মেট্রোর সময়সূচি
৪ বছর পর আইপিএলের ম্যাচ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪ বছর পর আইপিএলের ম্যাচ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইডেন মানেই কাতারে কাতারে দর্শকের ভীড়। ম্যাচ সন্ধ্যে ৭:৩০টায় শুরু। ভাবছেন দেখতে চলে তো এলেন ইডেনে ম্যাচ, ম্যাচ শেষে ফিরবেন কিভাবে? ফেরা নিয়ে ভাবতে গিয়ে মনে করছেন খেলাই দেখতে যাবেন না? তাহলে মুশকিল আসান করল কলকাতা মেট্রো।
ইডেনে কলকাতার খেলা আজ(৬ই এপ্রিল, ২০২৩), ১৪ই এপ্রিল, ২৩শে এপ্রিল, ৮ই মে, ১১ই মে ও ২০শে মে। এই ৬ দিন ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রো। আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ মেট্রোর ব্যাপারে।
এসপ্ল্যানেড মেট্রো থেকে ঠিক রাত ১২:১৫ মিনিটে দুটো মেট্রো ছাড়বে। একটি যাবে কবি সুভাষের দিকে, অপরটি যাবে দক্ষিণেশ্বরের দিকে। দুটোই গন্তব্যে ১২:৪৮ মিনিটে পৌঁছবে। শুধু তাই নয় ওই সময় টোকেন, স্মার্ট কার্ড টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে।
তাহলে আর চিন্তা কিসের? কলকাতা মেট্রো আপনাকে খেলা শেষে বাড়ি পৌঁছানোর দায়িত্ব যখন নিয়ে নিল, আপনারাও ইডেনে এসে কেকেআরের ম্যাচগুলো উপভোগ করুন নিশ্চিন্তে।