প্রতীক্ষার অবসান! ‘স্পেশাল অপস সিজন ২’-এর টিজার প্রকাশিত হল, কে কে মেননের সঙ্গ দেবেন টোটা

কে কে মেনন আবার পর্দায় ফিরছেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে। আর এবার তাঁকে সঙ্গ দেবেন টোটা রায়চৌধুরী!

May 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে অপেক্ষার অবসান ঘটল, নীরজ পান্ডের ‘স্পেশাল অপস সিজন ২’-এর টিজার প্রকাশিত হল। অভিনেতা কে কে মেনন RAW (গবেষণা ও বিশ্লেষণ শাখা) অফিসার হিম্মত সিং-এর ভূমিকায় ফিরে এসেছেন। বত্রিশতম টিজারে হিম্মত এবং তার দলের ভারতের শত্রুদের সাথে লড়াইয়ের এক ঝলক দেখানো হয়েছে।

ইতিমধ্যেই জিওহটস্টারের আনুষ্ঠানিক ঘোষণায় শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। কে কে মেনন আবার পর্দায় ফিরছেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে। আর এবার তাঁকে সঙ্গ দেবেন টোটা রায়চৌধুরী!

প্রযোজক নীরজ পান্ডে, যাঁর ঝুলিতে রয়েছে ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো দুর্দান্ত কাজ, তিনি জানালেন— “স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন—এই তিনটে স্তম্ভে দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।” জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— “স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স হতে চলেছে।”

কে কে মেনন বলেন, “হিম্মত সিং আমার কাছে শুধু একটা চরিত্র নয়, একটা যাত্রা। এই সিজনে ওর শক্তির পাশাপাশি দুর্বলতাও উঠে আসবে। খুব পাওয়ারফুল চিত্রনাট্য।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen