জল্পনার অবসান, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ISL ২০২৫-২৬

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: ভারতীয় ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাণিজ্যিক অংশীদারের অভাবে স্থগিত থাকা ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফের শুরু হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া। একই সঙ্গে জানানো হয়েছে, স্থগিত থাকা আই-লিগও প্রায় একই সময়ে আয়োজিত হবে।
ক্রীড়ামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং ISL-এর ১৪টি ক্লাবের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল-সহ সব ক্লাব উপস্থিত ছিল। মান্ডবিয়া স্পষ্ট করে জানান, “ISL নিয়ে বহু জল্পনা চলছিল। আজ সব পক্ষ একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে যে ১৪ ফেব্রুয়ারি থেকেই লিগ শুরু হবে এবং সব ক্লাব অংশ নেবে।”
মন্ত্রীর ঘোষণার পর বিস্তারিত ব্যাখ্যা দেন AIFF সভাপতি *কল্যাণ চৌবে। তিনি জানান, এবারের ISL হবে **হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মোট ৯১টি ম্যাচে, যদিও পুরো লজিস্টিক পরিকল্পনা এখনও চূড়ান্ত হওয়া বাকি। অন্যদিকে, আই-লিগ হবে *সংক্ষিপ্ত আকারে, যেখানে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং অংশ নেবে ১১টি ক্লাব।
অর্থনৈতিক দিক ব্যাখ্যা করতে গিয়ে চৌবে জানান, ISL পরিচালনার জন্য ২৫ কোটি টাকার একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে। সাধারণত এই তহবিলের ১০ শতাংশ AIFF, ৩০ শতাংশ বাণিজ্যিক অংশীদার এবং বাকি অংশ অন্যান্য উৎস থেকে আসার কথা। তবে বর্তমানে কোনও কমার্শিয়াল পার্টনার না থাকায় সেই অংশও AIFF-ই বহন করবে। ফলে ISL-এর জন্য AIFF দেবে প্রায় ১৪ কোটি টাকা, আর আই-লিগের জন্য প্রায় ৩.২ কোটি টাকা।
ভবিষ্যতে লিগ পরিচালনার জন্য একটি গভর্নিং কাউন্সিল বোর্ড গঠনের কথাও জানানো হয়েছে, যা সমস্ত বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে। এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবলের গতি ফেরার আশাই দেখছেন বিশেষজ্ঞরা।