SIR-র নামে ‘হেনস্তা’র প্রতিবাদে পথে ক্রীড়ামহল, কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৫: এসআইআর (SIR)-র নামে খেলোয়াড়দের অযথা ডেকে পাঠানো ও ‘হেনস্তা’র করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে এই অভিযোগে প্রতিবাদে সোচ্চার হলেন বাংলার প্রাক্তন ক্রীড়াবিদরা। রবিবার ভবানীপুর ক্লাবের সামনে স্বামীজির ছবিতে মাল্যদান করে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা একসময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বা এখনও করছেন, তাঁদেরও নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ দিতে এসআইআর শুনানিতে তলব করা হচ্ছে। এটি অত্যন্ত অসম্মানের। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অলোক মুখোপাধ্যায়, মানস ভট্টাচার্য-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ।
সম্প্রতি জাতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্তদের মতো ব্যক্তিত্বদের শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছে। বাদ যাননি নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী বা সাংসদ দেবও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রক্রিয়াকে ‘অমানবিক’ ও ‘ত্রুটিযুক্ত’ বলে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন।
এদিন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) বলেন, “আমাদের বক্তব্য, কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়। খেলোয়াড়দের এভাবে এসআইআরে ডাকাটা অসম্মানের। তাঁদের যথাযথ সম্মান দেওয়া হোক।” এই মর্মে খুব শীঘ্রই নির্বাচন কমিশনকে চিঠি দেবেন প্রাক্তন খেলোয়াড়রা।