সৃজিতের নতুন সিরিজে অঞ্জন

সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশের ঔপ্যনাসিক মোহম্মদ নাজিম উদ্দিনের থ্রিলারধর্মী উপন্যাস অবলম্বনে এই সিরিজটি তৈরি হতে চলেছে।

December 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-র শ্যুটিং বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কথা ছিল এই সিরিজে বাংলাদেশের এক ঝাঁক অভিনেতা থাকবেন। তালিকায় নাম ছিল চঞ্চল চৌধুরী, মোশারাফ করিমের মতো অভিনেতাদের। কিন্তু কোভিড (Covid 19) পরিস্থিতিতে তাঁরা কেউই অভিনয় করছেন না বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে মুখ্য মহিলা চরিত্রেও বেশ কয়েকজন বাংলাদেশের অভিনেত্রীদের নাম ঘোরাফেরা করছিল। তার মধ্যে ছিল পরীমণি, জয়া আহসানের নাম। কিন্তু সকলকে পিছনে ফেলে এই সিরিজের মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বিশেষ চরিত্রে থাকছেন অঞ্জন দত্ত। এর আগেও সৃজিতের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ‘নির্বাক’ ছবিতে অঞ্জনের অভিনয় চলচ্চিত্র মহলে প্রশংসা পেয়েছিল।

সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশের ঔপ্যনাসিক মোহম্মদ নাজিম উদ্দিনের থ্রিলারধর্মী উপন্যাস অবলম্বনে এই সিরিজটি তৈরি হতে চলেছে। প্রসঙ্গত রাহুলের সঙ্গে এটাই সৃজিতের প্রথম কাজ হতে চলেছে। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে বেশ কিছু কাজ করেছেন পরিচালক। আর অনির্বাণ চক্রবর্তী তো সৃজিতের জটায়ু। পরিচালকের ‘ফেলুদা ফেরত’ ওটিটি প্ল্যাটফর্মে বড়দিনে আসতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen