পাঁচ দিনে ১৭৫ জন রোগীর সফল গলব্লাডার অপারেশন করে নজির গড়ল SSKM

পাঁচদিনে ১৭৫ জন রোগীর গলব্লাডার অপারেশন করে এসএসকেএম হাসপাতাল রেকর্ড গড়ে ফেলল। প্রতিটি অস্ত্রোপচার সফল হয়েছে। যা গোটা দেশের ইতিহাসে নজিরবিহীন। নেপথ্যে রয়েছেন ১৫ জন চিকিৎসক। সরকারি মেডিক্যাল কলেজের এহেন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন তিনি।

February 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচদিনে ১৭৫ জন রোগীর গলব্লাডার অপারেশন করে এসএসকেএম হাসপাতাল রেকর্ড গড়ে ফেলল। প্রতিটি অস্ত্রোপচার সফল হয়েছে। যা গোটা দেশের ইতিহাসে নজিরবিহীন। নেপথ্যে রয়েছেন ১৫ জন চিকিৎসক। সরকারি মেডিক্যাল কলেজের এহেন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, “আমাদের নিজেদের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম এক নতুন রেকর্ড গড়েছে। গত ৫ দিনে অপেক্ষমাণ ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে।” মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন, চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য যাতে দেশের সমস্ত হাসপাতাল এই মডেল অনুসরণ করে এবং ‘মিশন মোড’ উদ্যোগ গ্রহণ করে।

মুখ্যমন্ত্রী লেখেন, “মিশন মোড একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে গলব্লাডার রোগীদের অস্ত্রোপচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং একই সঙ্গে প্রমাণিত হয়েছে যে, যদি আমাদের চিকিৎসকরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা হলে কী অসাধ্য সাধন করা সম্ভব! সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই ৫ দিনে আরও ৩৯০টি বড় অস্ত্রোপচার করা হয়েছে, যা এই বিশেষ উদ্যোগের বাইরে।”

মমতা আরও লেখেন, “দেশের অন্য রাজ্যের থেকে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেকটা এগিয়ে, তা আবার প্রমাণ করল এই নয়া রেকর্ড।” এমন উদ্যোগে খুশি রোগী ও তাদের পরিজনরা। তাঁদের কথায়, হাসপাতালের এই উদ্যোগ প্রশংসনীয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen