নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করল রাজ্য সরকার

নস্যশেখ উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য বজলে রহমান জানান, উত্তরবঙ্গের মালদা থেকে কোচবিহার পর্যন্ত প্রায় ৪০ লক্ষ নস্যশেখের উন্নয়নে এই বোর্ড কাজ করবে।

February 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মিম ও আব্বাস সিদ্দিকীর দাপটে মুসলিম ভোট ভাগাভাগি নিয়ে কার্যত দুশ্চিন্তায় রয়েছে রাজ্যের শাসক দল। এই অবস্থায় নাস্যশেখরা যাতে পাশ থেকে সরে না যায় সেই আশঙ্কা দূর করতে ভোটের আগে পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন বোর্ড (Nasyashekh Development Board) গঠন করল রাজ্য সরকার।

আপাতত কোচবিহারের জেলা শাসককে বোর্ডের চেয়ারম্যান করে ৮ জনের কমিটি গঠন করেছে রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। কোচবিহারেই বোর্ডের সদর কার্যালয় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তরের মুখ্য সচিবের নির্দেশে উল্লেখ করা হয়েছে।

নস্যশেখ উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য বজলে রহমান জানান, উত্তরবঙ্গের মালদা থেকে কোচবিহার পর্যন্ত প্রায় ৪০ লক্ষ নস্যশেখের উন্নয়নে এই বোর্ড কাজ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen