উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে আবারও ৩২কোটি

সেচ দপ্তরের উত্তর-পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার জানান, আমরা এই চার জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েছি।

December 12, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

উত্তরের চার জেলার জন্য প্রস্তাবিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে আরআইডিএক খাতে সেচ দপ্তর ২০২০-‘২১ আর্থিক বছরের জনা অর্থ বরাদ্দ করল। জলপাইগুঁড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলার জন্য ৩১ কোটি আরআইডিএফ খাতে খরচ করা হযে। উত্তরবঙ্গে সেচ দপ্তরের উত্তর-পূর্ব বিভাগের অধীন এই চার জেলায় বন্যা (Flood) নিয়ন্ত্রণের স্থায়ী ন’টি প্রকল্পের জন্য ৩১ ফোটি ৭৬ লক্ষ টাকা বয়াদ্দ হয়েছে। সেচ দপ্তরের উত্তর-পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার জানান, আমরা এই চার জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েছি।

জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri) নাগরাকাটার হৃদয়পুর থেকে কলাবাড়ি বস্তির মধ্যে ডায়না নদীয় বাঁ দিকের বাঁধের অংশে চার হাজার মিটার পর্যন্ত বন্যা (Flood) নিয়ন্ত্রণের কাজে পাঁচ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে মেটেলি, মাল ও ময়নাগুড়ি ব্লকে শৌলি নদীয় বাঁ দিকের বাঁধে ৬০০ মিটার, গান্ধুরডাঙ্গায় জরদা নদীর ডান দিকের বাঁধে এক হাজার মিটার এবং উত্তর ঝাড়মাটিয়ালিতে নেওড়াঝোড়া নদীতে এক হাজার মিটার নদীবাঁধের ডানদিকে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আলিপুরদুয়ার ( Alipurduar) জেলার কালচিনির দক্ষিণ ও পশ্চিম সাতালিতে ভাণ্ডারী নদীর দুইদিকের বাঁধে সাড়ে তিন হাজার মিটার বন্যা নিয়ন্ত্রণের কাজের জন্য তিন কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ করা হরেছে। ফালাকাটার ডাঙ্গাবাড়ি, হরিমন্দির যুব সঙ্গপাড়া, শান্তিনগর, পালপাড়ায় মজনাই নদীর ডানদিকের বাঁধের তিন হাজার ৫০০ মিটারে বন্যা নিয়ন্ত্রণে চার কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জেলায় ‘আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা ও দক্ষিণ মহাকালগুড়ি দেবনাথপাড়ার লোকনাথপুরের কাছে তুরতুরি নদীর বাঁ দিকের বাঁধ, ধর্সী নদীর বাঁ দিকের বাঁধে বন্যা নিয়ন্ত্রণে সেচ দপ্তর তিন কোটি ১০ লক্ষ টাকা বয়াদ্দ করেছে।

কোচবিহার জেলার (Cooch Behar) পারাডুবির কাছে মানসাই নদীর বাঁ দিকের বাঁধে ৬৩০ মিটার, মাথাভাঙ্গা-২ ব্লকের কাওরাই নদীর ৬২০ মিটার নদীবাঁধের ওপর বন্যা নিয়ন্ত্রণে সেচ দপ্তর চার কোটি টাকা বয়াদ করেছে। তুফানগঞ্জের আমলাগুড়ির কাছে কালজানি নদীবাঁধের এক হাজার ৫০ মিটার এবং ছাটোয়া ডেলাকোপা নদীর ৫৫০ মিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। পানিশালার কাছে তোর্ষা নদীর ডানদিকের নদীবাঁধের ৬৭৫ মিটার এলাকার বন্যা নিয়ন্ত্রণে এক কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের পুতিনবাড়ির রক্তি নদীর ডানদিকের নদীবাঁধে বন্যা নিয়ন্ত্রণে সেচ দপ্তর আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen