ফসল বিক্রয়ের জন্য কৃষকদের আরও সুবিধা দিচ্ছে রাজ্য

কম জমি আছে এমন কৃষকদের নামে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এখন থেকে তারাও রাজ্যের বিক্রয় কেন্দ্রে ফসল বিক্রি করে সেই টাকা পাওয়ার জন্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

December 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কম জমি আছে এমন কৃষকদের নামে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এখন থেকে তারাও রাজ্যের বিক্রয় কেন্দ্রে ফসল বিক্রি করে সেই টাকা পাওয়ার জন্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। টুইট করে এমনটাই জানালো রাজ্য খাদ্য দপ্তর (West Bengal Food and Supplies Department)।

কৃষকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এই রাজ্য দপ্তর। তবে, এই সুবিধা পেতে কৃষককে কিছু নিয়ম মানতে হবে:

‌যিনি কৃষক ফসল বিক্রি করবেন সেই কৃষকের নামই অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডার হিসেবে থাকতে হবে।

‌তার স্ত্রী, ছেলে বা মেয়ে সেকন্ড হোল্ডার হিসেবে থাকতে পারেন।

‌জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দুজন হোল্ডারেরই আধার কার্ড বা ভোটার কার্ডের প্রমাণপত্র, দুজনের মধ্যেকার সম্পর্ক প্রমাণ করতে বিক্রয় কেন্দ্রে দেখাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen