গজলডোবায় মেডিকেল ট্যুরিজমের পরিকল্পনা রাজ্যের, বরাদ্দ আড়াই কোটি

আগামী এক বছরের মধ্যে এই অত্যাধুনিক স্বাস্থ্য পর্যটন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।

February 1, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

শরীরের ওজন কমাবেন? স্পা কিংবা বডি ম্যাসাজ করাতে চান? সাইকোলজিক্যাল থেরাপি করাতে ইচ্ছুক? তাহলে আর একটা বছর অপেক্ষা করতে হবে। গজলডোবায় পুরোপুরি কেরল ও গোয়ার ধাচেই তৈরি হচ্ছে মেডিকেল ট্যুরিজম। আগামী এক বছরের মধ্যে এই অত্যাধুনিক স্বাস্থ্য পর্যটন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।

গজলডোবায় ‘ওয়েলনেস সেন্টার’-এর মাধ্যমে রাজ্য পর্যটন দপ্তর মেডিকেল এবং হেলথ ট্যুরিজমের পরিষেবাকেই চালু করতে চায়। গজলডোবা পর্যটন হাবের নতুন ফাকা ২ একর জমিতে গড়ে উঠবে এই সেন্টারটি। পরিকাঠামো তৈরিতে খরচ ধরা হয়েছে আড়াই কোটি টাকা। এই কেন্দ্র গড়ে তুলতে পর্যটন দপ্তর বিশেষজ্ঞ আর্কিটেক্ট নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে।

এই কেন্দ্রে আসতে হলে গ্যাটের খরচ কিন্ত ভালোই হবে। কী কী পরিষেবা পাওয়া যাবে? মেডিকেল ট্যুরিজম পরিষেবায় আপনাকে দেওয়া হবে সাইকোলজিক্যাল থেরাপি, কাউসেলিং। মানসিক অবসাদ, একঘেয়েমিকে কাবু করার টোটকা মিলবে ওয়েলনেস সেন্টারে। থাকছে অত্যাধুনিক পরিষেবার মধ্যে হাইপারটেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কাউন্সেলিং। হলিস্টিক মেডিসিনে আপনার শরীর ও মনকে সুস্থ রাখার পরিষেবা দেওয়া হবে। আবেগ থেকে মস্তিষ্কের বিশ্রামের পদ্ধতিও শেখানো হবে।

এছাড়াও হাল্কা জিম করার ব্যবস্থাও থাকছে। থাকবে বডি ম্যাসাজ থেকে স্পা’র ব্যবস্থাও। ফেসিয়াল ও স্কিনের বিভিন্ন ধরনের ন্যাচারাল চিকিৎসা। ওয়েলনেস সেন্টারের ভেতরের সার্বিক পরিবেশকেও প্রাকৃতিকভাবে সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। থাকবে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিশ্রিত মিনারেল ওয়াটারের ব্যবস্থাও। এই ধরনের পরিষেবা উত্তর বঙ্গের পর্যটন ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কেরল, তামিলনাড়ু, গোয়াতে এই ধরনের ওয়েলনেস কেন্দ্রে যারা যান, তাদের অনেক খরচ করতে হয়। কিছু কিছু পরিষেবা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের খরচের নাগালের মধ্যে রাখা হলে ভিড় বাড়বে বলে পর্যটন ব্যবসায়ী সব্যসাচী রায় মনে করেন। পর্যটন দপ্তরের উত্তরবঙ্গের যুগ্ম অধিকর্তা জ্যোতি ঘোষ বলেছেন, ‘গজলডোবায় নতুন যে কটেজগুলি চালু করা হয়েছে, তার পাশেই ২ একর ফাঁকা জমিতে এই ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হবে৷ পরিকাঠামো তৈরির জন্য আড়াই কোটি টাকা খরচ করা হবে।‘

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen