আগামী ২ মাসে ১০০০ কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য, বিজনেস সামিটে সেই তথ্য তুলে ধরা হবে

অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন।

February 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন।

শিল্প গঠনে গুরুত্বপূর্ণ পরিকাঠামো যথাযথ রাখা। শিল্প গঠনে তাই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথ রাস্তার। রাজ্যের একাধিক জায়গায় শিল্প করিডর গঠন হচ্ছে। ছোট-বড় শিল্প সংস্থা বা MSME তারা প্রত্যেকেই চায় রাস্তার পরিকাঠামো যথাযথ হোক। যাতে পণ্য বা শিল্পের জিনিস আদান প্রদানে সুবিধা হয়। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাই রাস্তার পরিকাঠামো তুলে ধরছে রাজ্য।

রাজ্য পূর্ত দপ্তর বিভিন্ন জেলার শিল্পতালুকে তাই রাস্তার মানোন্নয়নে জোর দিয়েছে। আগামী দু’মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক হাজার কিলোমিটার (৯৮৩.৯৫ কিলোমিটার) রাস্তা সংস্কার অথবা নতুন ভাবে তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৩৫২৭ কোটি টাকা। মোট ১১৯টি প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen