বিপর্যস্ত উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাস চালু রাজ্যের

October 5, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.০০: বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ফেরার তাড়াহুড়ো না করে পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আটকে পড়া পর্যটকদের ফেরাবে রাজ্য। পর্যটকদের ফিরিয়ে আনার জন্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) রবিবার বিশেষ বাস সার্ভিস চালু করেছে।

দার্জিলিং থেকে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে পরিবহণ দপ্তর তরফে। ইতিমধ্যেই তিনটি বাসের টিকিট সব বুক হয়ে গিয়েছে। রাতেও এই বিশেষ বাস সার্ভিস চলবে। আজ, রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে মোট তিনটি বিশেষ বাস চালানো হবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে একটি বাস রওনা হয়েছে সাড়ে পাঁচটা নাগাদ। সন্ধ্যা ছ’টা এবং সন্ধ্যা ৭টায় পরবর্তী দু’টি বাস ছাড়বে। অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে। কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রাতে পর্যটকরা শিলিগুড়িতে এসে পৌঁছলে তাঁদের জন্যে রাতে স্পেশ্যাল বাসের সংখ্যা বাড়ানো হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ ভেঙে পড়ায় শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কেও ধস নামে। বহু পর্যটক আটকে পড়েছেন। দার্জিলিঙে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ ও শিলিগুড়ি পুরসভা। হেল্পলাইন নম্বর হল ৭৫৫৭০৩৫১৯৪ (শিলিগুড়ি পুরসভা), ৯১৪৭৮৮১৯০৭৮ (রাজ্য পুলিশ)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen