রায়গঞ্জে হচ্ছে টেক্সটাইল পার্ক, উদ্যোগকে স্বাগত জানালো উত্তর দিনাজপুরবাসী

মিলের কর্মচারীদের বিকল্প আয়ের জন্যে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বাংলার সরকার। মিল এলাকায় সব মিলিয়ে ৩৩.৫৭ একর জমি রয়েছে। জমিটিকে বিভিন্ন প্লটে ভাগ করছে রাজ্য।

January 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তর দিনাজপুরবাসীদের জন্যে সুখবর, রাজ্যের উদ্যোগে সেখানে তৈরি হতে চলেছে ‘সুসংহত টেক্সটাইল পার্ক’। খবর মিলেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় বন্ধ স্পিনিং মিল এলাকায় এই টেক্সটাইল পার্ক তৈরি করা হবে। রাজ্যের আধিকারিকেরা এলাকা পরিদর্শনের কাজও সেরে ফেলেছেন। স্পিনিং মিলের জমি ইতিমধ্যেই ‘ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন’কে হস্তান্তর করেছে রাজ্য। কর্ণজোড়ায় অবস্থিত এই স্পিনিং মিলটি দীর্ঘদিন ধরেই বন্ধ। মিলের কর্মচারীদের বিকল্প আয়ের জন্যে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বাংলার সরকার। মিল এলাকায় সব মিলিয়ে ৩৩.৫৭ একর জমি রয়েছে। জমিটিকে বিভিন্ন প্লটে ভাগ করছে রাজ্য।

অন্যদিকে, স্পিনিং মিলের ভবনটি তন্তুজকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেখানে পাওয়ার লুম প্রজেক্ট তৈরির জন্য তন্তুজ ৪৮ টি মেশিন বসানোর কাজ শুরু করেছে। ১২টি মেশিন চলেও এসেছে। জানা গিয়েছে, জেলার প্রত্যেকটি স্কুলের পোশাকসহ অন্যান্য বিভিন্ন ধরনের পোশাক সেখানে তৈরি করা হবে। টেক্সটাইল পার্কে বিনিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় মানুষদের আশা, রাজ্যের এই উদ্যোগের ফলে কর্মসংস্থান হবে এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen