ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর মমতার ‘জনমোহিনী’ ঘোষণায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষবারের মতো বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (Budget session)। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই অধিবেশন শুরু হবে এবং সেখানেই পেশ করা হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বাজেট হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রথা মেনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ করার কথা থাকলেও, জল্পনা রয়েছে যে ২০২১ সালের মতো এবারও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বাজেট পেশ করতে পারেন। যেহেতু এটি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন এবং সামনেই নির্বাচন, তাই বড় কোনও কাঠামোগত পরিবর্তনের বদলে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেই বিশেষ জোর দিতে চলেছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে, এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানো হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাজেট কার্যত রাজ্য সরকারের গত পাঁচ বছরের ‘রিপোর্ট কার্ড’ হিসেবে কাজ করবে।