টিকা না পেলে কর্মবিরতির হুঁশিয়ারি স্টেশন মাস্টারদের

রেলের স্টেশন মাস্টারদের সর্বভারতীয় সংগঠনটি দাবি করেছে, স্টেশন মাস্টারদের পাশাপাশি রেলের যত ফ্রন্টলাইন স্টাফ রয়েছেন, প্রত্যেকেরই টিকাকরণ সম্পন্ন করতে হবে ৩০ জুনের মধ্যে। এক্ষেত্রে বয়সের মাপকাঠি দেখা চলবে না।

May 21, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনার টিকাকরণ ইস্যুতে রেলের স্টেশন মাস্টারদের (Station masters) তীব্র ক্ষোভের মুখে পড়ল রেলমন্ত্রক। আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব স্টেশন মাস্টারের করোনার টিকাকরণ সম্পন্ন করতে হবে। না হলে আগামী ১ জুলাই থেকেই শুরু হবে তাঁদের কর্মবিরতি। রেল বোর্ডকে এই মর্মেই চরম হুঁশিয়ারি দিয়েছেন স্টেশন মাস্টাররা। এবং এর জেরে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। সারা ভারত স্টেশন মাস্টার্স সংগঠনের অভিযোগ, ‘এক মাসে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চারটে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সামগ্রিক পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি।’ যাত্রীবাহী হোক, কিংবা পণ্যবাহী, দেশ জুড়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে স্টেশন মাস্টারদের গুরুত্ব অপরিসীম। ফলে টিকা না পেয়ে তাঁদের একটি বড় অংশ শেষমেশ সত্যিই কর্মবিরতি শুরু করলে ভেঙে পড়বে সম্পূর্ণ রেল পরিষেবা। যার জেরে চরম আশঙ্কার মধ্যে রয়েছে রেল বোর্ড।

সারা ভারত স্টেশন মাস্টার্স সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পি সুনীল কুমার জানিয়েছেন, ‘শুধুমাত্র মে মাসেই এ ব্যাপারে কেন্দ্রকে সব মিলিয়ে চারটি চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠানো হয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মাকে। তা সত্ত্বেও স্টেশন মাস্টারদের টিকাকরণের কাজে উল্লেখযোগ্য গতিই আসেনি। এমনকী রেল কর্মীদের ফ্রন্টলাইন ওয়ার্কারের তকমা পর্যন্ত দিচ্ছে না কেন্দ্র। আর তাই অন্য উপায় না দেখে আমাদের চরম হুঁশিয়ারি দেওয়ার রাস্তায় হাঁটতে হয়েছে।’ রেলের স্টেশন মাস্টারদের সর্বভারতীয় সংগঠনটি দাবি করেছে, স্টেশন মাস্টারদের পাশাপাশি রেলের যত ফ্রন্টলাইন স্টাফ রয়েছেন, প্রত্যেকেরই টিকাকরণ সম্পন্ন করতে হবে ৩০ জুনের মধ্যে। এক্ষেত্রে বয়সের মাপকাঠি দেখা চলবে না।

বৃহস্পতিবার সারা ভারত স্টেশন মাস্টার্স সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রত্যেকের টিকাকরণের দাবিতে এসএমএস-প্রচার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওইদিন দেশের ৩০ হাজারেরও বেশি স্টেশন মাস্টারের কাছে এই দাবিতে এসএমএস যেমন পাঠানো হবে, তেমনই এসএমএস যাবে রেল বোর্ডের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের কাছেও। সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে, ‘প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে রেল কর্মীদের মৃত্যুর খবর আসছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত সারা দেশের প্রায় ১৫০ জন স্টেশন মাস্টার ক্যাডারের কর্মীর মৃত্যু হয়েছে। এবার আমাদের শক্তি প্রদর্শনের সময় এসেছে। হয় ৩০ জুনের মধ্যে সব স্টেশন মাস্টারের করোনার টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নয়তো ১ জুলাই আমাদের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। আমাদেরও বাঁচার অধিকার আছে।’ রেল কর্মীদের জন্য করোনার স্বাস্থ্যবিমার দাবিও করেছে ওই সংগঠন। এদিনই রেলমন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক (জনসংযোগ) ডি জে নারায়ণ জানিয়েছেন, ‘বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭০ হাজার রেল কর্মীকে টিকা দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, সারা দেশে রেল কর্মী আছেন প্রায় ১৩ লক্ষ। অর্থাৎ, টিকাকরণ যে দ্রুতগতিতে হচ্ছে না, তা উল্লিখিত পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen