আজ ফিরছে রাজ-সিমরন, ‘পাঠান’ ঝড়ের মাঝেই কামব্যাক শাহরুখ-কাজল জুটির

চলছে প্রেমের সপ্তাহ। বক্সঅফিসে পাঠান ঝড় চলছে। এরই মাঝে পর্দায় ফিরতে চলেছে রাজ-সিমরন।

February 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে প্রেমের সপ্তাহ। বক্সঅফিসে পাঠান ঝড় চলছে। এরই মাঝে পর্দায় ফিরতে চলেছে রাজ-সিমরন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মতো কালোত্তীর্ণ রোমান্টিক ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে চিরঅমর হয়ে আছে। শাহরুখের ‘পাঠান’ ঝড়ের মাঝেই ফের মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজল জুটির এই ছবি। যশরাজের ফিল্মসের তরফে জানানো হয়েছে, ভ্যালেনটাইন্স ডে-কে মাথায় রেখেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেকে আবার রিলিজ করানো হচ্ছে। আজ ১০ ফেব্রুয়ারি ফের মুক্তি পাচ্ছে ছবি। মাত্র এক সপ্তাহের জন্য ছবিটি চলবে। 

সরষেক্ষেতের মধ্যে রাজের ম্যান্ডোলিনের সুরে সিমরন ছুটল। তারপর লড়াই, ‘শেষে যা সিমরন যা…’, শেষ অবধি ভালবাসার জয়। বাবার কথায় সিমরন ছুটল চলন্ত ট্রেনের পিছনে। রাজ হাত বাড়িয়ে ট্রেনে তুলে নিল নায়িকাকে, মধুরেণ সমাপয়েৎ। ইউরোপের দৃশ্য, পাঞ্জব, দারুণ বন্ধুত্ব এবং নির্ভেজাল প্রেমের মিশেলে সুপারহিট ছবি। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেলেও, অদ্যাবধি উজ্জ্বল সেই সিনেমার স্মৃতি। ২৭ বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু আজও রাজ-সিমরনের প্রেমকে কেউ টেক্কা দিতে পারেনি। শাহরুখ-কাজলের ম্যাজিক আর যতীন-ললিতের গান। সব মিলিয়ে আজও ডিডিএলজে ম্যাজিকের নাম। রাজ-সিমরনের প্রেমে ফের ভাসাতে চলেছে শাহরুখ অনুরাগীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen