ভোটের প্রতিশ্রুতি রাখতে পথকুকুর নিধন! তেলেঙ্গানায় এক সপ্তাহে মৃত প্রায় ৫০০

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪০: তেলেঙ্গানায় ফের নৃশংসভাবে পথকুকুর নিধনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। কামারেড্ডি জেলার একাধিক গ্রামে গত কয়েক দিনে প্রায় ২০০টি পথকুকুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের দাবি, গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনায় মোট মৃত কুকুরের সংখ্যা প্রায় ৫০০ ছুঁয়েছে। মঙ্গলবার এই বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে ‘পথকুকুর সমস্যা’ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু জনপ্রতিনিধি। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই নাকি এই নৃশংস পথ বেছে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, কয়েকজন সরপঞ্চ নিজেরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বা লোক ভাড়া করে কুকুরদের বিষ প্রয়োগ করিয়েছেন। কামারেড্ডি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচজন সরপঞ্চ-সহ মোট ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, কুকুরগুলির মৃতদেহ গ্রাম সংলগ্ন এলাকায় পুঁতে ফেলা হয়েছিল। পরে পশুচিকিৎসক দল সেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্ত করে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এর আগে হানামকোন্ডা জেলার শায়ামপেট ও আরেপল্লি গ্রামে প্রায় ৩০০টি পথকুকুর বিষ দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। সেখানেও সরপঞ্চ, গ্রাম পঞ্চায়েত সচিব ও কয়েকজন ভাড়াটে কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, পথকুকুর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, কুকুরের কামড় সংক্রান্ত ঘটনায় রাজ্য সরকারগুলিকে ভারী ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি, কুকুর খাওয়ানো ব্যক্তিদের দায়িত্ব নির্ধারণের বিষয়েও আদালত ভাবনাচিন্তা করছে। আদালতের মন্তব্য, গত পাঁচ বছরে পথপ্রাণী সংক্রান্ত নিয়মকানুন কার্যকর করতে চরম ব্যর্থতা দেখা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen