চাকরি দেওয়ার নামে তোলাবাজি করেছেন সৌমিত্র খাঁ, বিস্ফোরক অভিযোগ সুজাতার

সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল একসময় একসাথে ছিলেন বিজেপিতে

May 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল একসময় একসাথে ছিলেন বিজেপিতে। এরপর সুজাতা মন্ডল চলে আসেন তৃণমূলে। আর তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ক্রমশ বিবাদ বেড়েছে। আর এবার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল করলেন চাঞ্চল্যকর অভিযোগ।

সুজাতা মন্ডলের দাবি, সৌমিত্র খাঁ এর পাঁচ বছর আগেও পর্যন্ত এত সম্পত্তি ছিল না। সে ক্ষেত্রে সুজাতা মন্ডলের অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি করেছেন সৌমিত্র খাঁ। এমনকি সুজাতা দাবি করেছেন, সৌমিত্র খাঁ এর সমস্ত বেআইনি কারবারের হিসেবে তাঁর কাছে রয়েছে। তবে এখনো পর্যন্ত সুজাতা মন্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি যে যথেষ্ট বিতর্কসূচক তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen