বড়পর্দায় বড় ধামাকা! এবার সুজয় ঘোষের স্পাই থ্রিলারে ‘বাপ বেটি’ শাহরুখ-সুহানা

দেশজুড়ে জওয়ান জ্বরের মাঝেই প্রকাশ্যে এল বড় খবর।

September 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার সুজয় ঘোষের স্পাই থ্রিলারে ‘বাপ বেটি’ শাহরুখ-সুহানা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে জওয়ান জ্বরের মাঝেই প্রকাশ্যে এল বড় খবর। এবার বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ-সুহানাকে। নেপথ্যে বাঙালি পরিচালক সুজয় ঘোষ। শোনা যাচ্ছে, সুহানা খানের চরিত্রটি আগেভাগেই মনস্থ করে ফেলেছিলেন সুজয়। তবে জানা গিয়েছে, সুহানার ছবিতে এক ক্যামিওর চরিত্রে অভিনয় করার কথা ছিল কিং খানের। এবার শোনা গেল, সুজয় ঘোষের স্পাই থ্রিলারের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাহরুখ।

কোন চরিত্রে দেখা যাবে শাহরুখকে? সূত্রের খবর, রেড চিলিজ প্রোডাকশন হাউসের প্রযোজনায় সুজয় ঘোষের নতুন অ্যাকশন থ্রিলারে মহিলা গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন সুহানা খান। গাইডিং ফোর্স হিসেবে তাঁকে রহস্য সমাধানে সাহায্য করবেন শাহরুখ। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সুহানার ডেবিউ সিরিজ ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। প্রথম ঝলকেই নজর কেড়েছেন সুহানা। ট্রেলার দেখে মুগ্ধ স্বয়ং বাদশা। অন্যদিকে ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ দেখার অপেক্ষায় দিনগুনছে ভক্তরা। তার আগে এই প্রথমবার সুহানার সঙ্গে শাহরুখের নতুন ছবির খবরে হইচই পড়ে গেছে বলিউডে। এর‌ই মধ্যে এই ছবি নিয়ে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen