আলাদা আলাদা করে শাহী সাক্ষাতে শুভেন্দু, সুকান্ত; চওড়া হচ্ছে বঙ্গ বিজেপির ফাটল?

অমিত শাহের সঙ্গে শুভেন্দুর যে যে বিষয়ে বৈঠক হয়েছে, সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি একই বিষয়ে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন, এতেই সুকান্ত-শুভেন্দু ফাটলের ইঙ্গিত আরও নিশ্চিত হচ্ছে।

August 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্রমশ চওড়া হচ্ছে বঙ্গ বিজেপির ফাটল। মঙ্গলবার ২ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে থাকলেও শাহের সঙ্গে একা গিয়ে দেখা করেন শুভেন্দু। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই; ঘটে গেল আফটার শক! অমিত শাহের সঙ্গে আলাদা করে বৈঠক করেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির অন্দরে কানপাতলে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতির কাজিয়া নিয়ে অনেক কিছুই শোনা যায়। পৃথকভাবে শাহী সাক্ষাতে ফের একবার প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির ফাটল।

গোষ্ঠী কোন্দলের জেরে বেহাল বঙ্গ বিজেপি। লাগাতার নির্বাচনে হার আর বেহাল সংগঠন নিয়ে, বেসামাল গেরুয়া বাহিনী। এই আবহেই বঙ্গ বিজেপির দিল্লির নেতাদের সঙ্গে দেখা করার ধুম লেগে গিয়েছে। রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপির নেতারা কয়েক ঘণ্টার ব্যাবধানে কেন দিল্লির নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দেখা করছেন?

অমিত শাহের সঙ্গে শুভেন্দুর যে যে বিষয়ে বৈঠক হয়েছে, সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি একই বিষয়ে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন, এতেই সুকান্ত-শুভেন্দু ফাটলের ইঙ্গিত আরও নিশ্চিত হচ্ছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে তার আলোচনা হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত যেন আরও দ্রুত গতিতে হয় সেই আবেদন জানিয়েছেন সুকান্ত। সেই সঙ্গে বঙ্গে বিজেপির সংগঠন নিয়েও নাকি তাদের কথা হয়েছে। শাহের সঙ্গে বৈঠক সেরে প্রায় একই কথা শুভেন্দুও বলেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen