বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদের ভাষণে দু-দুবার উঠে এলো সুকুমার রায়ের কবিতা! দেখুন ভিডিও
তৃণমূল সাংসদের ভাষণে দু-দুবার উঠে এলো সুকুমার রায়ের কবিতা!
February 6, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বোম্বাগড়ের রাজা’ থেকে ‘একুশে আইন’ – বুধবার রাজ্যসভায় বাজেট সেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর জবাবী বক্তৃতায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ দু-দুবার উল্লেখ করলেন সুকুমার রায়ের আবোল তাবোল বইয়ের দুটি কবিতার অংশ। তিনি উল্লেখ করলেন ‘বোম্বাগড়ের রাজা’ এবং ‘একুশে আইন’ কবিতা দুটির অংশবিশেষ।
দেশের আইন কানুন ব্যবস্থাকে কটাক্ষ করে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সত্যকে চেপে রাখার ব্যাপারে তিনি বললেন –
“যে সব লোকে পদ্য লেখে,
তাদের ধরে খাঁচায় রেখে,
কানের কাছে নানান্ সুরে
নামতা শোনায় একশো উড়ে,
সামনে রেখে মুদীর খাতা-
হিসেব কষায় একুশ পাতা।।”
দেখুন ভিডিও –