করোনার মৃদু লক্ষণ রুখতে সান ফার্মা আনল ৩৫ টাকা দামে ফ্লুগার্ড ট্যাবলেট

কোম্পানির তরফে জানানো হয়েছে, সরকার এবং চিকিৎসক মহলের সঙ্গে মিলে তারা কাজ করবে যাতে এই ফ্লুগার্ড সারা দেশের সর্বত্র সহজলভ্য হয়।

August 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাম ট্যাবলেট পিছু ৩৫ টাকা। কোভিড–১৯–এর মৃদু বা মাঝারি লক্ষণ ঠেকাতে নতুন ওষুধ ফ্যাভিপিরাভির বাজারে আনল ওষুধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস্‌। মঙ্গলবার নতুন এই ওষুধের উদ্বোধন করেছেন কোম্পানির সিইও কীর্তি গনোরকর। ওরাল অ্যান্টি–ভাইরাল ওষুধ ফ্যাভিপিরাভিরই আমাদের দেশে একমাত্র অনুমোদিত ওষুধ যেটার মৃদু কোভিডের লক্ষণ রোখার ক্ষমতা আছে। এই অর্থনৈতিক সঙ্কটের সময়ে কম দামে মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানালেন কীর্তি। কোম্পানির তরফে জানানো হয়েছে, সরকার এবং চিকিৎসক মহলের সঙ্গে মিলে তারা কাজ করবে যাতে এই ফ্লুগার্ড সারা দেশের সর্বত্র সহজলভ্য হয়।

এসপ্তাহের মধ্যেই দেশের সব বাজারে পৌঁছে যাবে ওষুধ।
এদিকে এদিন আইসিএমআর–এর ডিজি বলরাম ভার্গব ঘোষণা করেন, দেশে এই মুহূর্তে তিনটি প্রতিষেধক পরীক্ষানিরীক্ষার পৃথক স্তরে রয়েছে। তার মধ্যে ভারত বায়োটেকের প্রতিষেধক এবং জাইডাস ক্যাডিলার প্রতিষেধক ডিএনএ পরীক্ষার প্রথম ধাপ পেরিয়ে গিয়েছে এবং এবার তার দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে। তৃতীয়টি সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার অক্সফোর্ড প্রতিষেধক, যেটা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার অনুমোদন পেয়ে গিয়েছে। খুব শীঘ্রই দেশের ১৭টি জায়গায় সেই পরীক্ষা শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen