সাধারণ মানুষের জীবন এবার ওটিটির পর্দায়! আসছে নতুন ছবি সুন্দরবনের গপ্পো

তবে সুন্দরবনের গপ্পো-র সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে ছবির দুই মুখ্য অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও দেবেশ রায় চৌধুরীর অভিনয়।

April 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুন্দরবনের সাধারণ মানুষের জীবন এবার ওটিটির পর্দায়।ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ছবি সুন্দরবনের গপ্পো।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায় ও দেবেশ রায়চৌধুরী।পাশাপাশি দেখা যাবে দুই কিশোর কিশোরী অবিনাশ রায় ও রোহিণী সেনকে।সুন্দরবনের গপ্পো ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ মিস্ত্রি।আগামী ১৪এপ্রিল একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাবে ছবি।মুক্তি পাওয়ার পরই ছবির ট্রেলার দর্শকদের মন জয় করেছে। টালিগঞ্জের স্টুডিওতে তো বটেই পাশাপাশি সুন্দরবনের দুর্দান্ত সব লোকেশনে ছবির শ্যুটিং করেছেন পরিচালক প্রদীপ মিস্ত্রি।তবে সুন্দরবনের গপ্পো-র সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে ছবির দুই মুখ্য অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও দেবেশ রায় চৌধুরীর অভিনয়।ছবিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাতের চরিত্রে নজর কাড়বেন দেবেশ রায় চৌধুরী।সুন্দরবনের গপ্পো যে নববর্ষে বাঙালি সিনেপ্রেমীদের বড় আকর্ষণ হতে চলেছে সেকথা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen