প্রতিশ্রুতি রক্ষা সুনীল গাভাস্কারের, জেমিমা রড্রিগেজকে ব্যাট-আকৃতির গিটার উপহার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: ভারতের ক্রিকেটে দুই প্রজন্মের এক অনন্য মিলন সাক্ষী থাকল শুক্রবার। প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এক বিশেষ মুহূর্ত উপহার দিলেন ভারতের মহিলা দলের তারকা জেমিমা রড্রিগেজকে। বহু প্রতীক্ষিত প্রতিশ্রুতি পূরণ করে তিনি জেমিমার হাতে তুলে দিলেন ব্যাটের আদলে তৈরি একটি কাস্টমাইজড গিটার এবং দু’জনে মিলে জমিয়ে গানও গাইলেন।
উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগের দিন এই হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ক্রিকেটের বাইরে এক মানবিক, আনন্দময় দিক তুলে ধরল। কাঠের বাক্স খুলে ব্যাট-গিটার দেখে আবেগে ভেসে যান জেমিমা। ক্রিকেটার ও গায়িকা—দুই সত্তার সুন্দর মেলবন্ধন যেন ধরা পড়ে ওই উপহারে।
এই মুহূর্তের সূত্রপাত হয়েছিল ঘরের মাঠে হওয়া মহিলা বিশ্বকাপে। সেমিফাইনালে ঐতিহাসিক জয়ের পর জেমিমার সঙ্গে কথোপকথনে গাভাস্কার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারত চ্যাম্পিয়ন হলে তিনি জেমিমার সঙ্গে গান গাইবেন।
শেষ পর্যন্ত কথা রাখলেন ‘লিটল মাস্টার’। পাশাপাশি বসে ‘ইয়ে দোস্তি’ গানে গলা মেলালেন দু’জনে। ইনস্টাগ্রামে মুহূর্ত ভাগ করে জেমিমা লেখেন, “Sunil sir kept his promise… this was a special one।”
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ঐতিহাসিক ইনিংসের পর এবার WPL-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জে নামছেন জেমিমা। আর তার আগে এই সুরেলা সন্ধ্যা হয়ে রইল তাঁর কেরিয়ারের এক স্মরণীয় অধ্যায়।