শাহরুখ খান নিজেই ঘোষণা করলেন কবে প্রকাশ্যে আসছে #JawanTrailer

যখন রাত ৯:৩৬ বাদশাহ শাহরুখ খান একটি টুইট করলেন।

July 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
শাহরুখ খান নিজেই ঘোষণা করলেন কবে প্রকাশ্যে আসছে #JawanTrailer

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সকলে যখন অপেক্ষা করছে #JawanTrailer-র ঠিক তখন দুপুরে রেড চিলিজ এন্টারটেনমেন্ট ঘোষণা করল Announcement Soon.

শাহরুখ ভক্তরা বারবার চোখ রাখছে শাহরুখ খান, রেড চিলিজ এন্টারটেনমেন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোয়। ঘড়িতে যখন রাত ৯:৩৬ বাদশাহ শাহরুখ খান একটি টুইট করলেন। টুইটে করে প্রিভিউ রিলিজ করলেন এবং জানিয়ে দিলেন ১০ই জুলাই সকাল ১০:৩০টায় #JawanTrailer প্রকাশ্যে আসতে চলেছে। 

এটা দেখার পর শাহরুখ খান ভক্তদের উন্মাদনা দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে শাহরুখ খানের এই টুইটে। এখন সকলেই অপেক্ষায় ১০ই জুলাইয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen