অনলাইন গেমিং নিষিদ্ধ আইনকে চ্যালেঞ্জ, কেন্দ্রকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট

November 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: দেশে অর্থ লেনদেন হয় এমন অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদী সরকারের (Modi Govt) আনা আইনকে (Online Game Act) চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক পিটিশন জমা পড়েছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, মূল পিটিশনের ভিত্তিতে কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে জবাব দিতে হবে এবং সেই জবাব আগেই মামলাকারীর আইনজীবীর কাছে পাঠাতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর।

চলতি বছরের অগস্টে কেন্দ্র ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ (The Promotion and Regulation of Online Gaming Act 2025) পাশ করে। এই আইনে বলা হয়েছে, যেসব অনলাইন গেমে অর্থ লেনদেন বা পুরস্কার মূল্য রয়েছে, সেগুলি নিষিদ্ধ। সাধারণ নাগরিক এই ধরনের গেম খেলতে পারবেন না। কেন্দ্রীয় প্রশাসন এই গেমগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করেছে।

এই আইনকে চ্যালেঞ্জ করে এর আগে দিল্লি, কর্নাটক ও মধ্যপ্রদেশ হাই কোর্টে পিটিশন জমা পড়ে। পরে সব মামলাই সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়। শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, অনলাইন গেম (Online Game) নিষিদ্ধ হওয়ার ফলে বহু মানুষ রুজি হারিয়েছেন। মামলাকারী নিজেই অনলাইনে দাবা খেলে জীবিকা নির্বাহ করতেন। বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন, ‘‘ভারত অদ্ভুত এক দেশ। আপনি এক জন খেলোয়াড়। খেলতে চান। এটাই আপনার রোজগারের একমাত্র উৎস। তাই শুনানিতে যোগ দিতে চান।’’

আবেদনকারীর আইনজীবীর দাবি, কেন্দ্রের এই আইন সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যা নাগরিকদের ইচ্ছামতো পেশা বা আইনি ব্যবসা করার অধিকার দেয়। তাঁর বক্তব্য, নতুন আইন সেই অধিকার কেড়ে নিচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। আদালত এই যুক্তিগুলি খতিয়ে দেখে পরবর্তী শুনানির জন্য সময় নির্ধারণ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen