ঐতিহাসিক সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের সব শুনানি সরাসরি সম্প্রচারিত হবে

এরপর প্রধান বিচারপতি ইউইউ ললিতকে চিঠি লেখেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি আদালতের কাজকর্ম সরাসরি সম্প্রচারের আবেদন জানান

September 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার থেকে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের শুনানি দেখা যাবে সরাসরি। ২০১৮-য় আদালত শুনানির লাইভ সম্প্রচারের পক্ষে মত দেয়। কিন্তু তা প্রয়োগ হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হিসাবে ইউইউ ললিত (CJI UU Lalit) দায়িত্ব নেওয়ার পর একটি বৈঠকে সমস্ত বিচারপতিদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘লাইভস্ট্রিমিং’ (Live Streaming) বা সরাসরি সম্প্রচারের পক্ষে মত যায়।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইটে সংবিধান বেঞ্চের শুনানি সরসরি দেখা যাবে। তবে আপাতত ‘লাইভস্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার সংবিধান বেঞ্চের শুনানি দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত মামলারই সরাসরি সম্প্রচার করা হবে।

সুপ্রিম কোর্টের কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি নতুন নয়। কিছুদিন আগেই অবসর নিয়েছেন বিচারপতি এনভি রামানা (N. V. Ramana)। প্রাক্তন প্রধান বিচারপতি রামানার অবসরের দিন তাঁর এজলাস থেকে সরাসরি সম্প্রচার হয়েছিল শুনানি। এরপর প্রধান বিচারপতি ইউইউ ললিতকে চিঠি লেখেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি আদালতের কাজকর্ম সরাসরি সম্প্রচারের আবেদন জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen