ক্যান্সারে আক্রান্ত সুপ্রিয়া, মুখ্যমন্ত্রীর কাছে আবেদনে চিকিৎসার উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২২: মারণ রোগের সঙ্গে লড়াই করছেন মালদার মানিকচকের মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল (Supriya MOndal)। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত এই তরুণীর চিকিৎসা নিয়ে যখন পরিবার দিশেহারা, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সাহায্যের আবেদন জানান সুপ্রিয়া। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার পরই সক্রিয় হয় প্রশাসন।
সোমবার সুপ্রিয়ার বাড়িতে পৌঁছন মানিকচক ব্লকের (Manikchak block) স্বাস্থ্য আধিকারিক অভীকশঙ্কর কুমার-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সাহায্য দিয়ে সুপ্রিয়ার চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে। ব্লক স্বাস্থ্য বিভাগের (Block Health Department) তরফে কিছু প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
সুপ্রিয়ার চিকিৎসার সমস্ত নথি সংগ্রহ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। তাঁর নাম কলকাতার পিজি হাসপাতালের (PG Hospital) টিউমার বোর্ডে রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভীকশঙ্কর কুমার বলেন, “মেয়েটি প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগছেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকারি খরচে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।”
সুপ্রিয়ার বাবা বলেন, “সরকার পাশে দাঁড়ালে মেয়েকে হয়তো আবার নতুন জীবন দেওয়া যাবে।” প্রশাসনের আশ্বাসে কিছুটা আশার আলো দেখছেন পরিবার।
সম্প্রতি এমএসসি (MSC) ডিগ্রি অর্জন করেছেন সুপ্রিয়া। উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই শরীরে থাবা বসায় ক্যান্সার। মা-বাবা মেয়েকে সুস্থ করতে সর্বস্ব বিক্রি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাতে সাড়া মেলেনি। এখন সরকারি সাহায্যই তাঁদের শেষ ভরসা।