পুজোর আগে চমক! শিয়ালদহ ডিভিশনে ছুটবে দু’টি নতুন AC Local Train

রানাঘাট-শিয়ালদহ শাখায় ইতিমধ্যেই এসি লোকাল চালু হয়েছে, এবার শিয়ালদহ থেকে বনগাঁ এবং কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:২৯: দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল। রানাঘাট-শিয়ালদহ শাখায় ইতিমধ্যেই এসি লোকাল চালু হয়েছে, এবার আরও দুটি রুটে মিলছে সেই সুবিধা। শিয়ালদহ থেকে বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত শীঘ্রই ছুটবে এসি লোকাল ট্রেন (AC Local Train)। সোমবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা (Rajeev Saxena) এই ঘোষণা করেন।

রুট

শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল: বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর হয়ে বনগাঁ পৌঁছবে। বনগাঁ থেকে আবার রানাঘাট পর্যন্ত যাবে এই ট্রেন।
শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট হয়ে কৃষ্ণনগর পৌঁছবে।

ভাড়া

শিয়ালদহ–বনগাঁ: সর্বনিম্ন ৩৫ টাকা (দমদম ক্যান্টনমেন্ট) থেকে সর্বোচ্চ ১২০ টাকা (বনগাঁ)।
শিয়ালদহ–কৃষ্ণনগর: সর্বনিম্ন ৪০ টাকা (বেলঘরিয়া) থেকে সর্বোচ্চ ১৪০ টাকা (কৃষ্ণনগর সিটি জংশন)।

গত মাসে চালু হওয়া রানাঘাট–শিয়ালদহ এসি লোকালে যাত্রী সাড়া দেখে আশাবাদী পূর্ব রেল। পুজোর সময় লোকাল ট্রেনে ভিড় বাড়ে, তাই আরামদায়ক যাত্রার সুযোগ দিতে নতুন দুটি এসি রেক নামানো হচ্ছে। রেল সূত্রের মতে, মেট্রো পরিষেবার মতো এসি লোকালেও যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে, সেই চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen