বুধবার ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা, ব্রাত্য বসুরা, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

বাংলায় বিজেপিকে ধরাশায়ী করার পর এবার লক্ষ্য ত্রিপুরা জয়।

August 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কংগ্রেস ছেড়ে সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে। ত্রিপুরায় এবার বড় দায়িত্ব পেতে চলেছেন সুস্মিতা দেব (Sushmita Dev)। আগামীকাল অর্থাৎ বুধবার বিপ্লব দেবের রাজ্যে যাচ্ছেন আসামের শিলচরের প্রাক্তন সাংসদ। সঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu)। সূত্রের খবর তেমনই।

বাংলায় বিজেপিকে ধরাশায়ী করার পর এবার লক্ষ্য ত্রিপুরা জয়। বিধানসভা ভোটের আগে পড়শি রাজ্যে সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল (Trinamool)। বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ঘনঘন আগরতলায় যাচ্ছেন দলের নেতা-মন্ত্রীরা। নজরে উত্তর-পূর্ব বিজেপি শাসিত আর এক রাজ্য আসামও। দায়িত্বে থাকবে কে?

স্বাধীনতা দিবসের আগের দিন কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে, স্রেফ আসামেই নয়, পাশে রাজ্যে ত্রিপুরায়ও তৃণমূলের সংগঠন তৈরি ও তা মজবুত করার দায়িত্ব পেতে চলেছেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা। আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছেন তিনি।

এদিকে দলবদলের পর নিজের আসামে ইতিমধ্যেই তৃণমূলের সংগঠন মজবুত কাজে নেমে পড়েছেন সুম্মিতা দেব। কাছাড় জেলায় তাঁর হাতে ধরে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন অনেকেই। কোভিড বিধি মেনে ধাপে ধাপে এই যোগদান পর্ব চলবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen