Suspended হুমায়ুনের আবারও ভোলবদল, বিধায়ক পদে ইস্তফা না-দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বার বার দলবদল করা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) ফের ভোল বদলে ফেললেন। তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর তিনি জানিয়েছিলেন, বিধায়ক পদ ছেড়ে দেবেন। কিন্তু ৬ ডিসেম্বর বিতর্কিত ‘বাবরি’ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার ২৪ ঘণ্টার মধ্যে ইউটার্ন নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আজ, রবিবার তিনি জানালেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।
হুমায়ুনের দাবি, ভরতপুরবাসী তাঁকে বিধায়ক হিসেবে চান। তাঁরাই বারণ করেছেন ইস্তফা দিতে। তাই নাকি ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন বলে জানিয়েছেন হুমায়ুন। ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করে হুমায়ুন রবিবার ঘোষণা করেন, মুর্শিদাবাদে লক্ষ কণ্ঠে কোরানপাঠ হবে।
গত ১৭ নভেম্বর হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তিনি বিধায়ক পদ ছাড়বেন। বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা দেবেন। ৩ ডিসেম্বর হুমায়ুনকে দলবিরোধী কাজের জেরে আজীবনের জন্য সাসপেন্ড করে তৃণমূল। তারপর তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) তিনি ইস্তফা দেবেন। হুমায়ুন গত ৬ ডিসেম্বর, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন। তারপরই কার্যত নিজের অবস্থান পাল্টে ফেললেন ভরতপুরের বিধায়ক। এতদিন বলে এসেছিলেন, তিনি বিধায়ক পদ ছাড়বেন। রবিবার রেজিনগরে গিয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর এলাকা ঘুরে দেখে তৃণমূলের বহিষ্কৃত নেতা বললেন, বিধায়ক পদ তিনি ছাড়ছেন না।