দলের পতাকা ছাড়াই অনুগামীদের নিয়ে মিছিল শুভেন্দুর
নন্দীগ্রামের তৃনমূল নেতা সেক সুফিয়ান বলেন আসলে নব্য ও পুরানো গোষ্ঠীর কোন্দলে জেরবার বিজেপি দলটা।

কলকাতা সারাদিন প্রতিবেদন। স্বভাব পরিবর্তন হল না।
তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজস্ব অনুগামীদের নিয়ে দিনের পর দিন তৃণমূলের পতাকা ছাড়াই বিভিন্ন কর্মসূচি পালন করে গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এবারে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরেও সেই পুরনো স্বভাব পরিবর্তন করতে পারলেন না তিনি।
সোমবার নন্দীগ্রামে দেখা গেল সেই ছবি।
যদিও তৃনমূল শুভেন্দু বাবুর দাবিকে কটাক্ষ করেছে।নন্দীগ্রামের তৃনমূল নেতা সেক সুফিয়ান বলেন আসলে নব্য ও পুরানো গোষ্ঠীর কোন্দলে জেরবার বিজেপি দলটা। মুকুল-শুভেন্দু-দিলীপ ঘোষের সামনেই সভার মধ্যে লড়াইতে জড়িয়েছে। পরে সেই লড়াইয়ের জেরে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙ্গচুর হয়েছে। নিজেদের কোন্দলের জেরে এদিনের মিছিলেও যদি সেই ঘটনা ঘটে, তাই পতাকা ছাড়াই সভা ও মিছিল করতে হয়েছে শুভেন্দু বাবুকে। আর সেটা ঢাকতে নাটক করছে।