নন্দীগ্রামে শুভেন্দুর জনসভা ফ্লপ, ফাঁকা “জনসমুদ্র” দেখে ব্যঙ্গের ঝড় বিরোধীদের
একের পর এক জনসভায় দেখা যাচ্ছে উপস্থিতির সংখ্যা কম বা প্রকাশ হয়ে উঠেছে নব্য বনাম পুরোনো বিজেপি কর্মীদের কোন্দল

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেনসদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অথচ তাঁর সভাতেই সাকুল্যে জনা পঞ্চাশেক লোক!
তবে শুভেন্দুর সভায় বিজেপি সমর্থক এর তুলনায় সংবাদমাধ্যমের কর্মীদের এবং তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা অনেক বেশি ছিল বলে দাবি এলাকার তৃণমূল নেতাদের। ঘটনাচক্রে নন্দীগ্রামের (Nandigram) শুভেন্দুর জনসভায় উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন নিরাপত্তারক্ষী এবং ২৫ জন সংবাদমাধ্যমের কর্মী।
জমায়েত নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা শুভেন্দুর। একের পর এক জনসভায় দেখা যাচ্ছে উপস্থিতির সংখ্যা কম বা প্রকাশ হয়ে উঠেছে নব্য বনাম পুরোনো বিজেপি (BJP) কর্মীদের কোন্দল।