বারুইপুরের পথে কালোপতাকা দেখানো হলো শুভেন্দু ও রাজীবকে
তবে তা নিয়ে কোনও গোলমাল বা সমস্যা হয়নি। নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছন বিজেপির দুই নব্য নেতা।

বারুইপুরে যোগদান মেলায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) কালো পতাকা দেখাল তৃণমূল (Trinamool)। পদ্মপুকুর এলাকায় ওই ঘটনা ঘটে। তবে তা নিয়ে কোনও গোলমাল বা সমস্যা হয়নি। নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছন বিজেপির (BJP) দুই নব্য নেতা।
বিজেপির নেতাদের নিয়ে এই কনভয় যাওয়ার সময় তৃণমূলের কর্মী-সমর্থকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবেই কালো পতাকা দেখান। বারুইপুরের (Baruipur) সভায় গিয়েছিলেন মুকুল রায়ও।
বারুইপুরের ওই সভা র আয়োজন করা হয়েছিল বিজেপি-তে যোগদানের জন্য। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অবশ্য মঙ্গলবার কটাক্ষ করেছেন, ‘‘যোগহীন মেলায় যোগদান করবে কে!’’।