৪৪তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হলেন স্বরা ভাস্কর

জাপানি পরিচালক নাওমি কাওয়াসে জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন।

November 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মিশরীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মধ্যপ্রাচ্যের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। এবার এই ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের সঙ্গে জুড়ে গেল ভারতের নাম। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ৪৪তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জুরি বোর্ডের সদস্য হলেন স্বরা ভাস্কর। জাপানি পরিচালক নাওমি কাওয়াসে জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন।

স্পিলবার্গের দ্য ফেবেলম্যানস ছবির মাধ্যমে এই উৎসব শুরু হয়েছে। ভারতীয় অভিনেত্রীকে জুরি বোর্ডে পেয়ে উচ্ছ্বসিত উৎসব অধিকর্তা তথা প্রখ্যাত মিশরীয় পরিচালক আমির র‌্যামসে। তাঁর কথায়, স্বরা ভাস্করকে স্বাগত জানাতে পেরে সিআইএফএফ গর্বিত। অন্যদিকে, স্বরা বলছেন, কায়রো চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হতে পেরে তিনি কৃতজ্ঞ ও সম্মানিত। এবার কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি লড়াই করছে। তার মধ্যে পাঁচটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। কায়রো অপেরা হাউসে ২২ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।   

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen