কঠিন হয়ে গেল শেষ চারের লড়াই, কোথায় হারলেন কোহলিরা?
T20 World Cup 2022 India Cricket Rohit Sharma points table

পার্থের বাইশ গজ বরাবর গতির সঙ্গ দিয়েছে, আজকের ম্যাচ কার্যত তারই সাক্ষ্য বহন করল। টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট, যেখানে কোনও রানই নিরাপদ নয়; সেখানে এমন একটি স্বল্প স্কোরের ম্যাচে এক একটি সুযোগ নষ্টের অর্থ ম্যাচ ফসকে যাওয়া। মার্করাম দু-বার রক্ষা পেলেন, একবার অধিনায়ক রোহিত (Rohit Sharma) ও আরেকবার কোহলির জন্যে। পরে সেই মার্করামই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ব্যাটিংয়ের সময় অজস্র দায়িত্বজ্ঞানহীন শর্ট এবং ফিল্ডিংয়ের সময়ও একই জিনিসের পুনরাবৃত্তি হল। অল্প রানের লক্ষ্যে প্রতিপক্ষকে ঠেকাতে আরও বেশি যত্নবান হাওয়া উচিত ছিল।
ব্যাটিংয়ের যে খামতিগুলো জয়ের আড়ালে ঢেকে যাচ্ছিল, তা বাইরে বেরিয়ে এল। রাহুল একাধিক সুযোগ পেয়েও হেলায় হারাচ্ছেন। অন্যদিকে, রোহিতের অধিনায়কচিত আচরণ চোখে পড়ল না। স্পিনারকে হয়ত আরও ভালভাবে ব্যবহার করা উচিত ছিল। মিডিল অর্ডার ব্যর্থ হলে কী হবে, সেই পরিকল্পনা ভারতের (India) নেই; সাফ বোঝা গেল। কোথাও গিয়ে জাদেজার অভাব হয়ত বেরিয়ে এল। বোলারদের নিয়ে ব্যাট করে ইনিংস শেষ করার লোক দরকার। পাশাপাশি আজ বুমরার অভাবও চোখে পড়ল। সব মিলিয়ে এই হারে সেমিফাইনালের অঙ্ক অনেকটাই কঠিন হয়ে গেল।